বিশ্বব্যাপী মহামারি করোনার সংক্রমণ পৌঁছে গেছে ভয়াবহ পর্যায়ে। প্রতিদিন নিয়ম করেই যেন রেকর্ড ভাঙছে করোনাভাইরাস। কিছুদিন আগেও ২৪ ঘণ্টায় সংক্রমণ লাখের কোটা ছুঁতে পারতো না, এখন প্রতিদিনই লাখ ছাড়িয়ে আরো অনেক দূর চলে যাচ্ছে আক্রান্তের সংখ্যা। সর্বশেষ লাখের নিচে আক্রান্ত ছিল ২৬ মে, ৯২ হাজার ৮২০ জন। আতঙ্কজনক পরিসংখ্যান হল, শেষ ৯ দিনে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ২০ হাজার ৫৮০ জন!
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ হিসেব অনুযায়ী, এই বিশ্বব্যাধিতে আক্রান্ত হয়েছেন ৬৯ লাখ ৭৬ হাজার ১০০ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৩৯। তার আগের দিন ৫ জুন আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩০ হাজার ৪৮৯ জন। ৪ জুনে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৫১১।
ওদিকে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে ৪ লাখের কোটা। সবশেষ তথ্য অনুযায়ী কোভিড-১৯ আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যুবরণ করেছেন ৪ লাখ ২ হাজার ১৮০ জন। আক্রান্ত বাড়তে থাকলেও মৃত্যুর হার অবশ্য দিন দিন কমছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ হাজার ২৫৩ জন। একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে ১৭ এপ্রিলে, ৮ হাজার ৪৩৫ জন।
বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা থেকে মুক্ত হয়ে উঠেছেন ৩৪ লাখ ১১ হাজার ৭৮৮ জন মানুষ। গুরুতর শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসাধীন আছেন ৫৩ হাজার ৫৮৬ জন, যা বর্তমান আক্রান্তের ২ শতাংশ।
Leave a Reply