ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা রেললাইনের তালমা স্টেশনের সরকারি জায়গায় দখল নিয়ে দোকান, মার্কেট নির্মান করার অভিযোগ পাওয়া গেছে।
ভূমি খেকো ছরোয়ার গোটা স্টেশনের জায়গা প্রায় একার দখলে নিয়ে কতিপয় লোকজনের কাছে টাকার বিনিময়ে সমজতার মাধ্যমে ১০/১২ টি দোকান ব্যাবসা প্রতিষ্ঠান গড়েতুলে বিক্রি করে দেয় বলে সুত্রে জানা যায়। এছাড়া নিজের কয়েকটি দোকান ঘর থাকা সত্বেও নতুন করে গড়ে তুলছে দোকান ঘর।
ছরোয়ারের দেশের বাড়ি অন্য উপজেলায় হলেও তার বাবার চাকরির সুবাদে ছরোয়ারের তালমা রেললাইন এর গেইট ম্যান হিসেবে চাকরি করে। এখন তাদের পরিবারের কারও চাকরি না থাকলে গোটা রেল স্টেশন দখল নিয়ে গড়ে তুলছে দোকান, স্হাপনা।সরকার নতুন করে রেল স্টেশনে গেইট ম্যান নিয়োগ দেয় এবং তারা কাজে নিয়োজিত। ভূমিদুস্য ছরোয়ারের দখলে রেল স্টেশনের কোয়ার্টার থাকায় চাকরিতে নিয়োজিতদের কোয়ার্টারে ঠাই নেই।শুধু রেল স্টেশন কোয়ার্টার নয় শুধ গোটা রেল স্টেশন,রেললাইন এর পাশের সরকারি জায়গা দখল নিয়ে নতুন করে গড়ে তুলছে স্হাপনা।মুরগীর খামার,ছাগলের খামার ও গাছ লাগিয়ে কৌশল গত ভাবে স্টেশনের জায়গা একাই দখল নিয়ে রামরাজত্ব কায়েম করছেন।
রেললাইনের জায়গা দখল নিয়ে স্হাপনা নির্মান করায় রাস্তা পারাপারে ঘটবে রেল গাড়ী দুর্ঘটনা।দুর্ঘটনার হাত থেকে বাচাতে ও রেললাইন এর সরকারি জায়গা জবরদখলকারীর হাত থেকে উচ্ছেদ করার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।রেল স্টেশন এর জায়গা দখল কারি ভূমি খেকো ছরোয়ার বলেন আমি রেলওয়ে থেকে লিজ এনেছি। তবে কাগজপত্র দেখতে চাইলে তিনি কোন কাগজপত্র দেখাতে পারেনি।
Leave a Reply