ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিজিবির টহলরত অবস্থায় ১জনকে
ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করেছে। চাঁনশিকারী কোম্পানী ও
বিজিবির সহকারী পরিচালক হাফিজুদ্দিন মারফত জানা গেছে,
চাঁনশিকারী বিজিবি কোম্পানীর একটি টহল পার্টি মঙ্গলবার রাত প্রায়
পৌনে ৯টায় টহলরত থাকে। এ সময়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার
সদর ইউনিয়নের ফুটানীবাজার(পূর্বে) সংলগ্ন আমবাগানে ১জন
ফেন্সিডিল ব্যবসায়ীকে ৪৬ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃত
ফ্যান্সিডিল ব্যবসায়ী উপজেলার সদর ইউনিয়নের চামুশা গ্রামের
শাহ্ধসঢ়;জাহান আলীর ছেলে আহসান হাবিব(১৯)।
পরের দিন(বুধবার) আসামী আহসান হাবিবকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মামলা
দিয়ে ভোলাহাট থানায় সোপর্দ করে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে
বলে জানান, থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মন্ডল।
ছবিক্যাপশন- ভোলাহাটে বিজিবি ৪৬ বোতল ফেন্সিপিলসহ আটক
আহসান হাবিব(১৯)।
Leave a Reply