আসাদুজ্জামান আসাদ কলারোয়া সাতক্ষীরাঃ
মোঃ রুস্তম হুসাইন, (৪৩)পিতাঃ উপজেলা ক্ষেত্রপাড়া গ্রামের কৃর্তি সন্তান আজ ঢাকাতে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। মৃত্য কালে পিতা,মাতা,১ন্ত্রী,১ মেয়ে আড়াই মাসের ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি প্রশাসন শাখা( ইউডিসি)হামদর্দ মডার্ণ ফ্যাক্টরী।মেঘনা ঘাট,সোনারগাঁ, নারায়ণগঞ্জ। চাকুরীরত ছিলেন। তার মৃত্য সংবাদ শুনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকার সবাই তার আত্নার মাগফিরাত কামনা করেছেন ও পরিবারবর্গ প্রতি সমবেতনা জ্ঞাপন করেন।
Leave a Reply