ফরিদপুর থেকে মিজানুর রহমানঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামের জনৈক কিশোরী মেয়ের (১৪) কে একই গ্রামের ফজলু মাতুব্বরের ছেলে রাকিব মাতুব্বর (২০) ধর্ষনের চেষ্টা চালায়। এই ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে নগরকান্দা থানায় ৩ জুন একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
কিশোরী মা বলেন, ২ জুন আমি ও মেয়ের বাবা বাড়িতে ছিলাম না, আমার ছোট ছেলে ও মেয়ে বাড়িতে ছিল। মেয়ে বিছানায় ঘুমানো অবস্থায় বকাটে রাকিব ঘরে ঢুকে মেয়েকে মুখ চেপে ধরে ধর্ষনের চেষ্টা চালায়। এসময় মেয়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে রাকিব পালিয়ে যায়। দীর্ঘদিন যাবৎ রাকিব আমার মেয়েকে উত্যাক্ত করে আসছিল। আমরা তাদের গার্জিয়ানদের জানিয়েছি। আমার হাফেজি পড়া মেয়ের উপর এমন হিংস্র জানোয়ারের মতো আচরন করায় আমরা এই লম্পটের বিচার চাই।
থানায় অভিযোগ থাকা সত্বেও শুক্রবার রাতে গ্রাম্য সালিশে ছেলে পক্ষকে ৭০ হাজার টাকা জরিমানা করেন গ্রামের সমাজপতিরা।
মিজানুর রহমান
Leave a Reply