ফরিদপুর থেকে মিজানুর রহমান:
ফরিদপুরের নগরকান্দায় ফ্রেশ কম্পানীর ৩৪৯ টি এলপি গ্যাসের বতল বুঝাই ট্রাক ঢাকা মেট্রো ট ১১-৪৭১২ গাড়ি সহ গ্যাস চোর আশরাফুল খান(৪০)কে গপন সংবাদের ভিত্তিতে ২০ জুন রাতে ঝাটুরদিয়া বাজার থেকে নগরকান্দা থানা পুলিশ আটক করে।গ্যাস চোর আশরাফুল এর বাড়ি নগরকান্দা থানার আশফরদী গ্রামের ছোরোয়ার খানের ছেলে বলে জানা গেছে।
নগরকান্দা থানার মামলা ২২। তারিখ ২১/০৬/৩০২০ইং। মামলার বাদী মনিরুল হক (৩৫)পিতা হাজী নরুল হক, গ্রাম, মধযম ননিয়াচড়া,বিমান রোড উপজেলা কক্সবাজার সে দুই জন কে আসামী করে একটি মামলা করেন। মামলার আসামি গ্যাস চোর আশরাফুল ও কামাল পিতা অজ্ঞাত গ্রাম কুতুপালং, উপজেলা উখিয়া, কক্সবাজার সদর।সুত্রে জানা যায় গ্যাস চুরির বিষয়ে আশরাফুলের নামে ঢাকা সোনারগাঁও থানায় একটি চুরির মামলার সুত্র মতে পুলিশ আটক করে।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সহেল রানার নেতৃত্বে এস আই সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঝাটুরদিয়া বাজার থেকে আশরাফুল কে গ্যাসের বতল বোজাই গাড়ি সহ আটক করে।নগরকান্দা থানায় নতুন করে আসামিদের নামে মামলা এন্ট্রি শেষে আসামি আশরাফুল সহ গ্যাস বোঝাই ট্রাক ঢাকা সোনারগাঁও থানায় পাঠানো হয়েছে বলে থানা সুত্রে জানা যায়।
মিজানুর রহমান
Leave a Reply