এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ২৭ পিচ ইয়াবাসহ গলি(৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে এস আই শাহাদত ও এ এস আই মুসলিম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার শালবাহান এলাকা থেকে বুধবার রাতে গলিকে আটক করে। সে দীর্ঘদিন ধরে শালবাহান এলাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসায় করে আসছিল।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম জানান, গলি নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply