ফরিদপুর থেকে মিজানুর রহমান :
করোনা ভাইরাস থেকে বাচতে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সারা দেশের ন্যায় ফরিদপুরের নগরকান্দায় মাস্ক ও সামাজিক দুরত্ব বজায় না রাখায় ভ্রাম্যমান আদালতে মাধ্যমে ১১টি মামলায় ১১ জনকে মোট ৫ হাজার ৬শত ৫০ টাকা অর্থ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান মাহমুদ রাসেল।
জনগণ যাতে মাস্ক পরে ও শারিরিক দুরত্ব বজায় রেখে চলে সর্বোপরি সরকারি বিধিনিষেধ মেনে চলে সে লক্ষে উপজেলার সংকরপাশা বাজার, তালমা মোড় ও তালমা বাজার এলাকার বিভিন্ন পয়েন্টে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় জনগনকে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রচারনা চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান মাহমুদ রাসেল বলেন, আমরা জনগনকে ঘরে রাখতে মাঠে থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে আসছি এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কঠোর অবস্থানে থাকবো
।
Leave a Reply