আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাংবাদিক আজগার আলী যে সব পত্রিকায় কাজ করেছেন দৈনিক অর্নিবাণ, দৈনিক রানার,দৈনিক পত্রদূত, দৈনিক কল্যাণ, স্ফুলিংঙ্গসহ পত্রিকায় কলারোয়া উপজেলা প্রতিনিধি হিসাবে দীর্ঘ দিন সততা, ন্যায়, নিষ্ঠার সাথে সাংবাদিকতা করেছেন সাংবাদিক আজগর আলী। এখন খুবই অসুস্থ অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ২নাং-ওয়ার্ডের ৬ নাং- বেডে পড়ে আছেন তার অর্থের অভাবে সু- চিকিৎসা দিতে পারছেন না হতভাগ্য দরিদ্র পরিবার এমন অবস্থায় সরকারের উদ্ধোধন কতৃপক্ষ ও সমাজের বৃত্তবানেদের কাছে তার সাহায্যে জন্য আবেদন করেছেন সাংবাদিক আজগার আলীর ও তার পরিবারের জন্য হাত বাড়িয়ে দিবেন। সে এবং তার পরিবার মানবতার জীবন যাপন করছেন না আছে টাকা, না আছে ঔষাধ, না আছে খাদ্য খাবার দীর্ঘদিন পড়ে আছে সদর হাসপাতাল বেডে, সবার কাছে দোয়া চেয়েছেন সু- চিকিৎসা নিয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারেন তার জন্য । আজগর আলীর মোবাইল নম্বর-০১৭৫৩৪৬৪৬৪০.
Leave a Reply