ফরিদপুর থেকে মিজানুর রহমান:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার বড় পাইককান্দী গ্রামে চুরির ঘটনা নিয়ে ২৮ জুন রবিবার বিকালে দুই গ্রুপের সংঘর্ষে জাফর মোল্লা (৫৫)নামে এক ব্যাক্তি মারা যায়।
উপজেলার বড় পাইককান্দী গ্রামে সামচু কারিকরের মুরগী ও সাব্বিরের জ্বাল চুরির ঘটনা নিয়ে রবিবার বিকালে দুই গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র রামদা, ঢাল,সড়কি ইটপাটকেল নিয়ে সংঘর্ষ হয়।এই সংঘর্ষের ঘটনায় দুই গ্রুপে আহত হয়েছেন ১০ জন।আহতরা হলেন ছরোয়ার খা (৪৫),ইমরান খা(৫৫),সুমন (৩০),সামিম(৩০),রেজাউল খান(৪০),নুরুআলম মাতুব্বর (৩০),কামরুল মাতুব্বর (৩০)।গুরুত্বর আহত ছরোয়ার খানে’র অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে ও গুরুত্বর আহত জাফর মোল্লা (৫৫)নগরকান্দা হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
নিহত জাফর মোল্লার পক্ষের লোকজন প্রতিপক্ষের লোকজনদের বাড়িতে হামলা চালিয়ে রবিবার রাতে ও সোমবার সকালে ২০/২৫ বাড়িতে প্রবেশ করে ঘর ভাংচুর লুটপাট করে নেয়।লুটপাটের সময় ঘরে থাকা টাকাপয়সা, স্বর্ন,গহনা ও গরু, ছাগল নিয়ে যায়।সংঘর্ষের খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত জাফর মোল্লার লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ সুত্রে জানাযায়। এই ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। তবে জাফর মোল্লার লাশ গ্রামে আসলে আবারও লুটতরাজ হতে পারে বলে সুত্রে জানা যায়। বড় পাইককান্দী গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।লুটপাট ঠেকাতে আরও অতিরিক্ত পুলিশ মোতায়েনের জোর দাবী জানান ক্ষতিগ্রস্তরা। নগরকান্দা থানায় হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে নিহতের স্ত্রী জানান।
মিজানুর রহমান
Leave a Reply