৩৮ তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করার জন্য সকল প্রস্তুতি শেষ হয়েছে। এ জন্য বিকেলে জরুরি সভা ডেকেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। ধারণা করা হচ্ছে বিসিএসের ফলাফল প্রকাশের জন্যই এ সভা ডাকা হয়েছে। সভায় দিদ্ধান্ত হলেই জানা যাবে ফলাফল।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমিন গণমাধ্যমকে জানান, ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের চেষ্টা চলছে। এ জন্য বিকেলে সিন্ডিকেট সভার আয়োজন করা হয়েছে। সভায় ফল প্রকাশের অনুমোদন হলে ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে। প্রার্থীরা তাদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
উল্লেখ্য, গত ২৯ জুলাই থেকে ৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়। গত ৯ ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয়েছে। গত ১ জুলাই ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে পাস করেন ৯ হাজার ৮৬২ জন। লিখিত পরীক্ষায় অংশ নেন ১৪ হাজার ৫৪৬ জন প্রার্থী।
Leave a Reply