সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা মোহাম্মদ নাসিম ছিলেন ১৪ দলের মুখপাত্র। তার মৃত্যুতে পদটি শূন্য হলেও এখনো সেখানে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। এ নিয়ে ক্ষমতাসীন দলের মধ্যে অনেক জল্পনা-কল্পনা। জানা যায়, দলের প্রবীন নেতা আমির হোসেন আমু পেতে যাচ্ছেন এই দায়িত্ব। তবে কেউ কেউ মতিয়া চৌধুরীর নামও বলছেন। শিগগিরই প্রধানমন্ত্রীর অনুমোদক্রমে এই পদে নিয়োগ দেওয়া হবে।
২০০৮ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট তৈরি হয়। জোটে ছিল জাতীয় পার্টি, ওয়ার্কাস পার্টি, জাসদ (ইনু), এলডিপিসহ আরো ৯টি ছোট ছোট দল। তবে জোটে যোগ দেওয়ার কিছু দিনের মাথায় এলডিপি সেখান থেকে বেরিয়ে যায় এবং এককভাবে নির্বাচন করে।
টানা দুই মেয়াদের সরকারে জোট থেকে মন্ত্রীসভায় এক বা একধিক সদস্য ছিল। তবে সর্বশেষ নির্বাচনের পর গঠিত মন্ত্রীসভায় জোটের কারো ঠাই হয়নি। এ নিয়ে প্রকাশ্যে জোটের অন্য দলগুলোর কেউ কেউ উষ্মা প্রকাশ করেছেন। কিন্তু কোনো লাভ হয়নি। এসব কারণে ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে জোটের মধ্যে, যেটা এখনো চলমান।
প্রয়াত মোহাম্মদ নাসিম মুখপাত্র হিসেবে জোটকে শক্তিশালী করার সর্বোচ্চ চেষ্টা করে গেছেন। তাই এখন এমন একজন অভিজ্ঞ আর চৌকস নেতা খোঁজা হচ্ছে যিনি জোট অক্ষুন্ন রাখতে ভূমিকা রাখবেন। সে দিকটা চিন্তা করেই আমির হোসেন আমুর ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
Leave a Reply