গোপালগঞ্জ প্রিতিনিধি।।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত ডাক্তারকে শারিরীকভাবে লাঞ্চিত করার প্রতিবাদে সেখানকার চিকিৎসকেরা চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছে।
আজ রোববার সকাল থেকে তারা তাদের কর্মবিরতি শুরু করেছেন।দোষী ব্যক্তিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত চিকিৎসকেরা তাদের কর্মবিরতী পালন করে যাবেন বলে জানাগেছে।
উল্লেখ্য, গতকাল শনিবার সকাল ৮টার দিকে একজন রোগী করোনা উপসর্গ নিয়ে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য গেলে সেখানে সাড়ে টার দিকে ওই রোগী মারাযায়।তাকে চিকিৎসা দিতে দেরী হয়েছে এমন অযুহাতে কর্তব্যরত চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে রোগীর স্বজনরা শারিরীকভাবে লাঞ্চিত করে।
এ ঘটনার জের ধরে ডাক্তারদের পক্ষ থেকে গতকালই(শনিবার)টুঙ্গিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয় এবং ২৪ ঘন্টার মধ্যে আসামীদেরকে গ্রেফতার করা না হলে চিকিৎসকেরা ধর্মঘটে যাবেন বলে আল্টিমেটাম দেন। এই সময়ের মধ্যে পুলিশ দোষীদের গ্রেফতার করতে না পারায় তারা ইনডোর, করোনা রোগীদের চিকিৎসা করা বাদে আউটডোর চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন।
এদিকে, এ ঘনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে জেলা শহরের এসএম মডেল সরকারী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ রোববার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ কর্মসূচী পালন করেছে।
#সৈয়দ আকবর হোসেন
Leave a Reply