ভারতে কোভিড-১৯ রোগী শুধু বাড়ছে বললে কিছুটা ভুল হবে, প্রতিদিনই নিয়ম করে ভাঙছে আগের দিনের রেকর্ড। প্রায় প্রত্যেক দেশের ক্ষেত্রেই দৈনিক শনাক্তের হারে কিছুটা ওঠানামা থাকে, কিন্তু ভারতের ক্ষেত্রে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় শনাক্ত করা হয়েছে ২৪ হাজার ১৫ জনকে। শনাক্তের পিছু পিছু একই গতিতে চলছে মৃত্যুও। গতকাল একদিনে দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১০ জন।
গত ৩ জুন ভারতে আক্রান্তের সংখ্যা পূর্ণ হয়েছিল ৩ লাখ। তারপর ১ মাসও পেরোয়নি, ২ জুলাই আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৬ লাখ। অর্থাৎ ৩০ দিনেরও কম সময়ের মধ্যে ৩ লাখ মানুষকে কোভিড রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে দেশটিতে।
এই মুহূর্তে (রোববার সকাল ৮টা) ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭৩ হাজার ৯০৪ জন। মোট প্রাণহানি ঘটেছে ১৯ হাজার ২৭৯ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৯ হাজার ৬২ জন। তবে দেশটির প্রায় ৯ হাজার মুমূর্ষু করোনাক্রান্ত রোগী বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছেন। বর্তমানে আক্রান্ত আছেন ২ লাখ ৪৫ হাজার ৫৬৩ জন।
ভারতে সংক্রমণ ছড়িয়ে পড়ার গোড়া থেকেই শীর্ষে আছে মহারাষ্ট্র। এই রাজ্যে ভাইরাসটি বল্গাহীন হয়ে উঠছে। প্রতিদিন ৫ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছে এই রাজ্যে। প্রায় ২ লাখ মানুষ আক্রান্ত হওয়া এই রাজ্যের পরেই আছে তামিলনাড়ু ও দিল্লি। তামিলনাড়ুতে আক্রান্ত এক লাখ পূর্ণ হলেও দিল্লি এখানো লাখের অংক ছুঁতে পারেনি।
Leave a Reply