পঞ্চাশোর্ধ ব্যক্তিদের করোনার নমুনা বাড়ি থেকে সংগ্রহে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।
বুধবার স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব এবং কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি কমিটির ফোকাল পয়েন্ট শামীমা নাসরীনের পাঠানো চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, বিষয়টি নিয়ে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৪তম সভায় সুপারিশ করা হয়েছে।
এতে বলা হয়, বয়স্করা কোভিড-১৯ এ আক্রান্ত হচ্ছেন বেশি। বিভিন্ন কারণে তারা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের স্থানে যেতে পারেন না। ফলে প্রবীণদের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাচ্ছে। এ জন্য তাদের জন্য সহজভাবে অথবা বিশেষভাবে কোভিড-১৯ পরীক্ষার ব্যবস্থা করা এবং সম্ভব হলে বাড়ি থেকে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা প্রয়োজন।
বাংলাদেশে ২১ জানুয়ারি থেকে শুরু হওয়া কোভিড-১৯ নমুনার পরীক্ষা প্রথমে বিনামূল্যে হলেও ২৯ জুন ফি নির্ধারণ করে স্বাস্থ্য সেবা বিভাগ। এতে বুথে গিয়ে নমুনা জমা দিলে ২০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহ করলে ৫০০ টাকা নির্ধারণ করে দেয় সরকার।
বর্তমানে দেশে ৮০টি ল্যাবে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা করা হচ্ছে। এ পর্যন্ত দেশে পরীক্ষা হয়েছে নয় লাখ ৯৩ হাজার ২৯১টি নমুনা।
Leave a Reply