ঢাকা: করোনাভাইরাসে মারা গেলেন ‘সিক্রেট ডকুমেন্টস অব ইনটেলিজেন্স ব্র্যাঞ্চ অন ফাদার অব দ্য নেশন’ তৈরির সঙ্গে যুক্ত থাকা পুলিশ সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (চুক্তিভিত্তিক) মো. আজিজুর রহমান চৌধুরী। তিনি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) পলিটিক্যাল শাখায় কর্মরত ছিলেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘আজিজ চৌধুরী ‘সিক্রেট ডকুমেন্টস অব ইনটেলিজেন্স ব্র্যাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ বইটি তৈরির কাজে যুক্ত ছিলেন। তিনি ১৯৮২ সালের ১ জানুয়ারি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। স্পেশাল ব্র্যাঞ্চে যোগদান করেন ২০০২ সালের ২৭ আগস্ট। তিনি ২০১৯ সালের ৩০ এপ্রিল স্বেচ্ছায় চাকরি থেকে অবসর গ্রহণ করেন। সিক্রেট ডকুমেন্ট প্রণয়নের কাজে বিশেষ পারদর্শীতার কারণে সরকার তাকে চুক্তিভিত্তিক নিয়োগ করে।
Leave a Reply