রাজধানীর গুলশানে হর্স অ্যান্ড হর্স রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ, বিয়ার ও সিসা জব্দ করে। এ ঘটনায় রেস্টুরেন্টের ম্যানেজারসহ ২ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে অভিযান চালানো হয় এ রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট হিসেবে পরিচিত রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে দীর্ঘদিন থেকে এখানে এ অবৈধ বিদেশী মদ, বিয়ার ও সিসা বিক্রি হচ্ছিল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, এই অভিযানে ৮১০ ক্যান বিয়ার, ২০৩ বোতল বিদেশী মদ এবং ২ কেজি সিসা জব্দ করেছে তারা। রেস্টুরেন্টের অনুমতি থাকলেও বারের জন্য কোন অনুমতি নেয়নি তারা।
অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। তবে রেস্টুরেন্ট বন্ধ করা হবে না বলেও জানিয়েছে অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক।
Leave a Reply