বর্তমান সরকারের ‘দুঃশাসনের বিরুদ্ধে’ লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘ডু অর ডাই’ লড়াইয়ের জন্য প্রস্তুত হন।
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘রুখো আগ্রাসন, হটাও দুঃশাসন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নুর বলেন, আপনাকে যখন আঘাত করতে আসবে, তখন আপনারও আত্মরক্ষার অধিকার রয়েছে। আর কত মার খাবেন, মার অনেক খেয়েছি। ‘ডু অর ডাই’ লড়াইয়ের জন্য প্রস্তুত হন।
তিনি বলেন, আজকে আমাদের ক্ষমতার ইকুয়েশন কষার সময় নেই। কারণ দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। এ সরকার কিন্তু গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে।
Leave a Reply