এমপি হাজী সেলিম ও ইরফান সেলিমের সম্পদের বিষয়ে তথ্য নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের তফসিলভুক্ত অপরাধের প্রমাণ পাওয়া গেলে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান।
বুধবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দুদক কমিশনার বলেন, হাজী সেলিম এবং তার ছেলে মোহাম্মদ ইরফান সেলিমের বিষয়ে আমরা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ দেখেছি। আমরা লক্ষ্য করছি, বিষয়গুলো আইনশৃঙ্খলা সংক্রান্ত বা ফৌজদারি অপরাধের বিষয়। তবে অবৈধ সম্পদের সংশ্লিষ্টতা আছে কিনা তা পরিষ্কার নয়। অবৈধ সম্পদের বিষয়গুলো যদি দুদকের তফসিলভুক্ত হয়, তাহলে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব এবং পরবর্তীতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
মোজাম্মেল হক খান বলেন, সরকারের জায়গা বা সম্পত্তি হোক, যদি দখল হয় তাহলে দুদক আইনে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
গত সোমবার হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের সাময়িক বরখাস্ত কাউন্সিলর ইরফান সেলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় হত্যাচেষ্টার মামলা হয়। নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান বাদী হয়ে মামলা করেন। পরে র্যাব হাজী সেলিমের বাসায় অভিযান চালায়। অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় ইরফানকে এক বছরের সাজা দেওয়া হয়।
Leave a Reply