সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী নলতা শরীফে অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের পরিচালক, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যক,দার্শনিক, অসাম্প্রদায়িক চেতনার অধিকারী, মুসলিম রেনেসাঁর অগ্রদূত, সুফী, সাধক, ‘স্রস্টার এবাদত ও সৃষ্টের সেবা’ এ মহান ব্রতকে সামনে রেখে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা শাহ্সুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৪৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে ডিসেম্বর মাস ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের অংশ হিসেবে ১২ ডিসেম্বর শনিবার বাদ ফজর পাক রওজা শরীফ প্রাঙ্গণে মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠানের পর মিশনের আস্তানা ভবনে সকাল ৯টা থেকে ফ্রি খাতনা (মুসলমানি) ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং নলতা আহ্ছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আলহাজ্জ ডা: আকছেদুর রহমান এর নেতৃত্বে চিকিৎসক ও সহকর্মীবৃন্দ খাতনা ক্যাম্পে দায়িত্ব পালন করেন। মিশন সূত্রে জানা গেছে, পূর্ব রেজিস্ট্রেশনকৃত ১৯৬ জন বাচ্চা থেকে উপস্থিত ১৭৭ জন গরীব ও দুস্থ বাচ্চাকে ফ্রি খাতনা প্রদানের পাশাপাশি বিগত বছরের ন্যায় মিশনের পক্ষ থেকে প্রত্যেক বাচ্চাকে ফ্রি লুঙ্গি, গেঞ্জি ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়েছে।
আগামী ১৯ ডিসেম্বর শনিবার একইভাবে ফ্রি গাইনী, শিশু, হার্ট ও মেডিসিন ক্যাম্প অনুষ্ঠিত হবে।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক’র বিশেষ দিক নির্দেশনায় অনুষ্ঠিতব্য উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত হয়ে চিকিৎসা সেবা গ্রহণের জন্য নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পক্ষে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক খোকন সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৫ ও ৬ ডিসেম্বর কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় পূর্বের ন্যায় চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply