বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু থেকেই প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে ব্যস্ত হয়ে পড়ে রহমতগঞ্জের ডিফেন্ডাররা। ব্যাক লাইন থেকে আক্রমণ শানিয়ে চট্টগ্রাম আবাহনীর রক্ষণে হানা দিলেও হয়নি কাজের কাজ। ৩৭ মিনিটে আর নিজেদের রক্ষণ সমালাতে পারেনি গেলো আসরের রানার্স আপরা।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন গুয়েলমের স্কোরে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। ম্যাচের বাকি সময়ে আর গোল শোধ করা সম্ভব হয়ে ওঠেনি রহমতগঞ্জের।
Leave a Reply