সন্তানসম্ভাবনা স্ত্রী আনুশকার পাশে থাকতে তিন টেস্ট বাকি থাকতেই অস্ট্রেলিয়া ছেড়ে দেশে ফেরেন কোহলি। এ নিয়ে সমালোচনাও কম সইতে হয়নি তাকে। দেশে ফিরেই স্ত্রীর দেখভাল করছেন কোহলি। নিয়মিত চিকিৎসকের পরামর্শও নিচ্ছেন।
যে কারণে প্রায়ই হাসপাতালে দেখা যাচ্ছে বিরুশকা দম্পতিকে। গত ২৯ ডিসেম্বরও মুম্বাইয়ের একটি হাসপাতালে নেওয়া হলো আনুশকাকে। দেখা গেল কোহলি-আনুশকা এক সঙ্গে। খুব স্বাভাবিকভাবেই আনুশকাকে গাড়ি থেকে নেমে হাসপাতালে প্রবেশ করেন। এদিন চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করেন আনুশকা। এ সময় তাকে সঙ্গ দেন কোহলি।
বিরুশকা দম্পতির সেই হাসপাতাল পরিদর্শনের ভিডিও ও ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। কয়েকটি ছবি ও ভিডিওতে আনুশকাকে প্রথমবার স্ট্রিপড ড্রেসে দেখা যাচ্ছে। দ্বিতীয়বার তাকে দেখা যায় সাদা পোশাকে।
Leave a Reply