থার্টিফার্স্ট নাইটে নগরীর হোসেনীগঞ্জ এলাকায় মদ্যপান করে অসুস্থ হয়ে পড়লে রামেকে ভর্তি করা হয়েছিল ফয়সাল হোসেনকে।
এদিকে ছাত্রদল নেতা ছাড়াও থার্টিফার্স্ট নাইটে রাজশাহীতে মদপানে মারা গেছেন আরো চারজন। তারা সকলে নগরীর বিভিন্ন স্থানে স্পিরিট ও অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে যায়। এরপর হাসপাতালে ভর্তি হন। অতিরিক্ত অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে আরও ১১ জন বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার (২ জানুয়ারি) পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মোট পাঁচজনের মৃত্যু হয়।
মৃত পাঁচজন হলেন- রাজশাহী মহানগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফয়সাল হোসেন (২৮), বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫), হেতমখাঁ এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে তুহিন (২৬), কাদিরগঞ্জ এলাকার সেলিম আহমেদের ছেলে মুন আহম্মেদ (১৮) এবং জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫)।
তুহিন এবং মুন শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যার দিকে মারা যান। আর অন্য তিনজনের মৃত্যু হয় শুক্রবার দিবাগত রাতে।
নগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, থার্টিফাস্ট নাইটে বিভিন্ন স্থানে তারা মদপান করে অসুস্থ হয়ে পড়েন। পর্যায়ক্রমে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ইতোমধ্যে তিনজনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুইজনেরও মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হবে। এ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply