ডিভিশনাল কমিশনার আনিতা সি মিশ্রা বলেন, উত্তর প্রদেশ রাজ্যের গাজিয়াবাদ জেলায় বৃষ্টি থেকে বাঁচার জন্য ওই আশ্রয় কেন্দ্রে অবস্থান করছিলেন অন্তত ৪০ জন। ওই সময় আশ্রয় কেন্দ্রের ছাদ ধসে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।
ভবনটি যখন ধসে পড়ে তখন শ্মশানে মরদেহ পোড়ানো হচ্ছিল। আশ্রয় নেয়া লোকজন মৃত ব্যক্তির আত্মীয়-স্বজন, প্রতিবেশী।
ছাদ ধসের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। মিশ্রা বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখবো। যারা জড়িত তাদের যতো তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করবো। নির্মাতা প্রতিষ্ঠান, কর্মকর্তা কিংবা পৌরসভার কর্মী যারাই জড়িত থাকুক না কেনো।
স্থানীয় পুলিশ প্রধান আইরাজ রাজা বার্তা সংস্থা ডিপিএ’কে বলেন, শ্মশান প্রাঙ্গণের আশ্রয় কেন্দ্রের ছাদটি ৩০ মিটার লম্বা। এটি ধসে পড়লে ৩৮ জন আটকা পড়েন। দুর্ঘটনাস্থল এবং হাসপাতালে নেয়ার পথে ১৯ জন মারা যান।
Leave a Reply