পুরোদস্তুর ‘কালি বিল্লি’! কালো লেগিংস, কালো কোট, কালো মাস্ক, কালো ওভারসাইজড সানগ্লাস। এমনকি, কাঁধের ব্যাগটাও কালো।
করোনা আবহে ১০ মাস পর এভাবেই রাস্তায় বের হলেন ঐশ্বর্যা রাই বচ্চন। তবে তার পরেও তাকে ঠিক চিনে ফেললেন ছবি শিকারিরা। সৌজন্যে ছবিপ্রেমী ‘স্মল বি’ অরাধ্যা।রবিবার সকালে সপরিবারে হায়দরাবাদের বিমানবন্দরে নামেন বচ্চন বহু। কালো পোশাকে ঐশ্বর্যা ছবি শিকারিদের পাশ কাটিয়ে গেলেও বাবা অভিষেকের হাত ধরে আরাধ্যা কিন্তু মুহূর্তের জন্য থামেন। ছবি শিকারিদের দেখেই রীতিমতো পোজ দেন ছবির জন্য। আর সঙ্গে সঙ্গেই ফ্রেম বন্দি হন ঐশ্বর্যা-সহ বচ্চন পরিবার।