ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ২৪ জনের ওয়ানডে দলেও জায়গা পাননি মাশরাফী বিন মোর্ত্তজা। তাকে বাদ দিয়েই সিরিজের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। নির্বাচকদের ব্যাখ্যা আগামীর পরিকল্পনা মাথায় রেখে তরুণদের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত। দেয়া হয়েছে ২০ সদস্যের টেস্ট স্কোয়াডও।
ইনিয়ে বিনিয়ে বোর্ড প্রেসিডেন্ট, নির্বাচক থেকে শুরু করে পরিচালকারা অনেকেই ইঙ্গিতটা দিয়েছেন আগেই। মাশরাফী থাকছেন না উইন্ডিজের বিপক্ষে সিরিজের ২৪ জনের দলেও। আনুষ্ঠানিক ঘোষণাটা দিতেই যত দ্বিধা ছিল। যার নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশের গল্প লেখার শুরু তাকে না রাখার সিদ্ধান্তটা সহজ ছিল না।
দফায় দফায় বসেছেন নির্বাচক থেকে শুরু করে ক্রিকেট অপারেশন্স প্রধান, কোচ সবাই। আলোচনা সেরেছেন কি ব্যাখ্যা দেবেন বাংলার ইতিহাসের সেরা অধিনায়ককে দলে জায়গা না দেবার?
এর আগেও অনেক সিরিজের দল ঘোষণায় ছিল না নড়াইল এক্সপ্রেসের নাম। কিন্তু সেটার কারণ ইনজুরি বা ফিটনেস। আর এবারই প্রথম পারফরমেন্স আর ফিটনেসের বিচারে পিছিয়ে থাকায় বাদ পড়লেন তিনি।
এসবই ইঙ্গিত দিচ্ছে বিসিবির পরিকল্পনায় আর নেই মাশরাফী, তারও সময় এসেছে গুডবাই বলার।
Leave a Reply