ইন্দুরকানীর খোলপটুয়া গ্রামের নিয়াজ ব্রিকস ইন্ডাস্ট্রিজ থেকে ওই শ্রমিকদের উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। ইটভাটায় আটকে রেখে ইচ্ছার বিরদ্ধে জোর করে ওই শ্রমিকদের দিয়ে কঠোর পরিশ্রম করানো হতো বলে অভিযোগ রয়েছে।
উদ্ধারকৃতরা হল সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মুনসুর গাজীর পুত্র শুক্কুর গাজী (২৮), শাহাদাৎ হোসেনের পুত্র মফিজুর রহমান (০৮), আব্দুল গফুরের পুত্র সাগর হোসাইন (০৯), আমীর আলী গাজীর পুত্র আলীরাজ হোসেন (১৮) এবং রাশেদুল ইসলাম। উদ্ধাকৃতদের মধ্যে আলী রাজ এবং রাশেদুলকে শিঁকলে বেঁধে কাজ করানো হত।
ইন্দুরকানী থানা সূত্রে জানা গেছে, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে শনিবার বিকেলে খবর পেয়ে পুলিশ খোলপটুয়া গ্রামের ওই ইটভাটায় অভিযান চালিয়ে সেখানে আটকে রাখা ৫ শ্রমিককে উদ্ধার করে। এ সময় পুলিশ ইটভাটার দায়িত্বে থাকা শাহ আলম এবং সোলায়মানকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ভূক্তভোগী শ্রমিক রাশেদুল বাদী হয়ে আজ রবিবার ইন্দুরকানী থানায় ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। ইটভাটা থেকে উদ্ধারকৃত শ্রমিকদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং গ্রেফতারকৃত ২ জনকে আদালতের মাধ্যমে আজ বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
Leave a Reply