নতুন চেহারার অনভিজ্ঞ দলের বিপক্ষে টাইগারদের নির্বিঘ্নে সিরিজ জয়ের প্রত্যাশাই থাকবে সবার। অবশ্য প্রতিপক্ষের দিকে না তাকিয়ে তামিম অপেক্ষায় দীর্ঘ বিরতির পর ভালো শুরুর।
‘সিরিজ জেতা অবশ্যই জরুরি। কিন্তু আমার যেটা মনে হয়, কালকের ম্যাচটা শুরু করাটা সবচেয়ে বেশি জরুরি। কারণ ভালো শুরুটা সবচেয়ে জরুরি। আমরা যদি ভালো শুরু করতে পারি, আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় একবছর পরে ফিরছি। প্রথম শুরুটা, প্রথম ৫ ওভার বোলিং করি বা ব্যাটিং, ভালো শুরুটা জরুরি।’
‘এরপরে সবই জেতার চেষ্টা করে যাবো। কিন্তু প্রথমে কালকের দিকে মনোযোগ দিচ্ছি। বাড়তি চাপ শুধু বাংলাদেশের জন্য না, বিশ্বে সব দলের জন্যই। কারণ সবাই ভালো করতে চাইবে।’
‘ওরা(উইন্ডিজ) কি দল পাঠাবে, কে আসবে বা না আসবে। আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে আমাদের ভালো খেলা। এখন তো সিরিজগুলো নরমাল সিরিজ না, যেখানে হারলে সমস্যা নেই। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ের জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি, শুধু সেটাতেই আমরা ফোকাস করছি। যেটা নিয়ন্ত্রণের মধ্যে নেই, সেটা নিয়ে আলাপ করে খুব বেশি লাভ নেই।’
তামিমের নেতৃত্বের ধরন কেমন হবে সেটি জানতে কৌতূহল রয়েছে সবার। অভিজ্ঞ এ ক্রিকেটার জানিয়েছেন নিজস্ব শক্তি-সামর্থ্যের জায়গাই পাবে বিশেষ গুরুত্ব।বাংলাদেশের সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা তার শেষ মেয়াদে ৬ বছর দায়িত্ব পালন করেছেন। সাফল্যের হার ৬০ শতাংশের কাছাকাছি। ম্যাজিক্যাল মাশরাফী সাধারণ একটি দলকে নিয়ে গেছেন শক্তিশালী দলের কাতারে। দিন বদলের নায়কের উত্তরসূরি হিসেবে তামিম বাংলাদেশকে কোথায় নেবেন, সময়ই দেবে উত্তর।
Leave a Reply