জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভীন পপি। অভিনয়ে নিয়মিত না হলেও চলচ্চিত্রের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে তাকে কোথাও দেখা যাচ্ছে না। ফেসবুকেও নেই তার আপডেট। এছাড়া তার মুঠোফোনটিও বন্ধ রয়েছে। হঠাৎ অন্তরালে চলে যাওয়ায় চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন উড়ছে—বিয়ে করেছেন পপি।
অন্যদিকে বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করেছে, একবছর আগে ষাটোর্ধ্ব বিবাহিত এক প্রকৌশলীকে গোপনে বিয়ে করেছেন পপি! রাজধানীর বারিধারায় বিলাসবহুল ফ্ল্যাটে ওঠার পর তাকে ঘিরে এমন গুঞ্জন মিডিয়াপাড়ায় জোরালো হয়েছে। তবে বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, প্রকৌশলীকে নয়, এক মালয়েশিয়া প্রবাসীকে বিয়ে করেছেন পপি।
Leave a Reply