রোববার বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বিশ্ব প্রামান্য ঐতিহ্যের অন্তর্ভুক্ত ঐতিহাসিক ভাষণ নিয়ে ‘স্বাধীনতার মৃত্যুঞ্জয়ী কবি’ শীর্ষক শিল্পী মিজানুর রহমানের নির্বাচিত শিল্পকর্মের ওপর পক্ষকালব্যাপী একক চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় বিকেল ৫টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে এতে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা এবং চিত্রশিল্পী অধ্যাপক আবুল বারক্ আলভী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
এ প্রদর্শনী ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা
এবং শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মক্ত থাকবে।
এদিকে ,বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ইন্দিরাগান্ধি কালচারাল সেন্টারের সহযোগিতায় আগামীকাল একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সকাল ১০টা থেকে রাত ৮টা পন্ডীত অজয় চক্রবর্তীর পরিচালনায় দিনব্যাপী সংগীত বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় ৫০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবেন।
Leave a Reply